• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

নৌপরিবহন মন্ত্রণালয়ে ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীন দফতর ও সংস্থায় প্রায় ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা ভালো আছি। বিদ্যুৎ সাশ্রয়ে আমরা কাজ করছি। যতটুকু দরকার ততটুকু ব্যবহার করা হচ্ছে।

সাক্ষাতের সময় তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে শিপিং সেক্টরের অনেক বিষয় রয়েছে। করোনা ও অন্যান্য কারণে কিছু কাজ ধীর গতিতে চলছে। সেগুলোকে এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া বিভিন্ন নৌরুট ড্রেজিং, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, ভারতের বিশাখাপত্তম ও কৃষ্ণপত্তম বন্দর ব্যবহার, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নৌপ্রতিমন্ত্রী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –