• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

বাবা-মা সুরক্ষা আইন যুগান্তকারী পদক্ষেপ: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২  

বাবা-মা সুরক্ষা আইন যুগান্তকারী পদক্ষেপ: পরিকল্পনামন্ত্রী                     
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সম্প্রতি পাস হওয়া বাবা-মা সুরক্ষা আইন সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। বিধি-বিধানও পাস করা হয়েছে। কিছু ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। এ আইনের সুফল পেতে হয়তো কিছুটা সময় লাগবে।
গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগে ‘বিজয়ের ৫২ বছর: প্রবীণ কল্যাণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করছে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের ঘর বানিয়ে দিচ্ছে। লোকজন হাসিমুখে এসব ঘরে বসবাস করছে। ভূমিসহ গৃহহীনদের ঘর দেওয়া প্রধানমন্ত্রী সেখ হাসিনার অত্যন্ত সাহসী পদক্ষেপ। সবার সমর্থন পেলে পদক্ষেপগুলো দেশের মঙ্গল বয়ে আনবে।

তিনি আরো বলেন, প্রবীণদের জন্য হাসপাতালে চিকিৎসা সুবিধা, বিভিন্ন যানবাহনে যাতায়াত সুবিধা, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে দাওয়াত পাওয়া ইত্যাদি সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে। সার্বিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটলে আমরা এটা পারবো।

এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –