• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

প্রাথমিকে ৪-১০ জুন কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

আগামী ৪ থেকে ১০ জুন সারাদেশে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালন করা হবে। সারাদেশে প্রাথমিক স্কুলে পড়ুয়া পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের এ সময়ের মধ্যে এক ডোজ কৃমিনাশক ওষুধ খাওয়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ৪ থেকে ১০ জুন সারাদেশে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে। এই সময়ে পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। এ কার্যক্রম পালনে দেশের সব জেলা শিক্ষা অফিসারকে সহযোগিতা করার জন্য বলা হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইমামুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, এ কার্যক্রম পালনের জন্য জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াসহ নিম্নবর্ণিত বিষয়গুলো প্রতিপালন করার জন্য অনুরোধ করা হলো।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –