– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী আহাম্মদ আলীকে (৪০) বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী জোসনা বেগম (৩৫) মারা গেছেন।

বুধবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও এলাকাবাসীর বরাত দিয়ে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মমতাজ আলী জানান, পেশায় গাড়িচালক আহাম্মদ আলী তার ঘরের চাল মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎ না থাকায় তিনি তেমন সাবধানতা অবলম্বন করেননি। কিন্তু কিছুক্ষণ পর বিদ্যুৎ এলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সঙ্গে টিনের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনি। এ সময় পাশে থাকা স্ত্রী জোসনা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন।

পরে স্বজনরা স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহাম্মদ আলী বাড়িতে ফিরে এসেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –