– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

জওয়ানের প্রশংসায় ‘খিলাড়ি’

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে। এরই মধ্যে ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই সিনেমা। সমালোচক থেকে দর্শক, এমনকি ইন্ডাস্ট্রির অন্য নায়ক-নায়িকারাও জওয়ান ও শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ।

নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে শাহরুখের প্রশংসা করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও। শুধু প্রশংসাই নয়, জওয়ানের উদাহরণ দিয়ে দক্ষিণী সিনেমাকেও একহাত নিয়েছেন তিনি।

অক্ষয় লিখেছেন, কী দারুণ সাফল্য। শুভেচ্ছা জওয়ান, পাঠান, শাহরুখকে। আমাদের সিনেমা আবার ফিরে এসেছে।

বক্স অফিসে দক্ষিণী সিনেমা ‘বাহুবলী’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘আর আর আর’ সিনেমার সাফল্যের ফলে যেন পিছিয়ে পড়েছিল বলিউড। তবে শাহরুখের পাঠান, জওয়ান বলিউডকে হারতে দেননি। সেই ইঙ্গিতই পাওয়া গেল অক্ষয়ের পোস্টে।

অক্ষয়ের পোস্টের উত্তর দিয়েছেন শাহরুখও। কিং খান লিখলেন, আপনাদের প্রার্থনাতেই এমনটা সম্ভব হয়েছে। ভালো থাকবেন খিলাড়ি।

এখন জওয়ান ব্লকবাস্টার। মুক্তির দিনই ১২৫ কোটির ব্যবসা করেছিল কিং খানের সিনেমা। দ্বিতীয় ও তৃতীয় দিন সিনেমাটির আয় ছিল ১০৯ কোটি ও ১৪০ কোটি। চতুর্থ দিন রোববার সারাবিশ্বে ১৫৬ কোটি টাকা আয় করেছে জওয়ান। তাতেই চারদিনে সিনেমার আয় ৫৩১ কোটি টাকা। অন্যদিকে বক্স অফিসে ভালো ব্যবসা করেছে অক্ষয়ের ও মাই গড ২ সিনেমাও।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –