– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

বিকেলের নাস্তায় হয়ে যাক ‘চিকেন মালাই কাবাব’, রেসিপি...

প্রকাশিত: ১ জুন ২০২৩  

মোগল আমলের বা মোগলদের খাবার খেতে আমরা সবাই পছন্দ করে থাকি। আর এর মধ্যে ‘চিকেন মালাই কাবাব’ খুবই জনপ্রিয়। বিশেষ করে বিকেলের নাস্তায় পরাটা বা নান দিয়ে খাবারটি খেতে আরো ভাল লাগে। সঙ্গে সামান্য চাটনি আর সালাদ হলে তো কথাই নেই। আহ্!

চিকেন মালাই কাবাবের স্বাদ অতুলনীয়। কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে আমরা ঘরে বসেই তৈরি করে ফেলতে পারি পদটি। তো দেখুন রেসিপি-

উপকরণ

> ৩০০ গ্রাম মুরগির মাংস (হাড়ছাড়া)

> আধা কাপ ক্রিম

> প্রয়োজন অনুযায়ী লবণ

> ১ টেবিল চামচ রসুন বাটা

> ৭টি আমন্ড

> ১ মুঠো ধনে পাতা

> আধা কাপ টক দই

> ১ চা চামচ গোলমরিচ

> ২ টেবিল চামচ লেবুর রস

> ১ টেবিল চামচ আদা বাটা

> ১০টি কাজুবাদাম

প্রণালি

প্রথমে মুরগির মাংস ধুয়ে শুকিয়ে নিন। অন্যদিকে,  আমন্ড সারারাত বা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন।

একটি ব্লেন্ডারে দই, ক্রিম, লেবুর রস, গোলমরিচ, আদা এবং রসুন বাটা, ভিজিয়ে রাখা বাদাম, কাজু এবং স্বাদ মতো লবণ যোগ করুন। সব উপকরণ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই মশলা দিয়ে মুরগির মাংসগুলো মেরিনেট করুন। এটি কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন।

> এবার ২৮০ ডিগ্রি সেলসিয়াসে ওভেন গরম করুন। কাবাবগুলো ওভেনে ২০ মিনিটের জন্য গ্রিল করুন।  কিছুটা পোড়া স্বাদের জন্য আরো ৫-১০ মিনিটের জন্য বেকড করতে পারেন। এবার এক মুঠো ধনিয়া পাতা এবং পছন্দের যেকোনো চাটনি দিয়ে সাজিয়ে নিন মজাদার চিকেন মালাই কাবাব।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –