• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

পঞ্চগড়ে ভোটের মাঠে বিজিবির ডগ স্কোয়াড

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪  

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষাসহ ডগ স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। মোতায়েনের পর থেকেই বিজিবি সদস্যরা প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। তবে ডগ স্কোয়াড নিয়ে টহল শুরু হয় বুধবার সকাল থেকে।

বিজিবি সূত্র জানায়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে নির্বাচনকালীন ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুটি প্রশিক্ষিত কুকুরের স্কোয়াড নিয়ে নারী সদস্যসহ বিজিবির সদস্যদের পঞ্চগড় রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা গেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটদান নির্বিঘ্ন করতে এবং নির্বাচনে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তারা প্রতিদিন টহলরত অবস্থায় বিভিন্ন নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, নির্বাচনে ভোটারদের ভোট প্রদান নির্বিঘ্ন করতে এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আমাদের টহল কার্যক্রম চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –