• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: কৃষিমন্ত্রী

প্রকাশিত: ২০ মে ২০২৩  

 
বিএনপির মিথ্যাচার-ষড়যন্ত্রের বিরুদ্ধের রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, নানা ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ১৭ কোটি মানুষের খাদ্যের কোনো অভাব নেই। এটি কোনো যাদু বলে হয়নি। একটি কৌশল। বিএনপির আমলে বীজ, সারের দাম বেশি ছিল, আওয়ামী লীগ তা কমিয়ে এনেছে। বিএনপির মিথ্যার ষড়যন্ত্রের বিরুদ্ধের রুখে দাঁড়াতে হবে।

শনিবার বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, সারা বিশ্ব আমাদের দেখে অবাক তাকিয়ে রয়, স্যালুট করে। বিদেশিরা জিজ্ঞাসা করে আমরা আলাদীনের চেরাগ পেয়েছি কিনা। আমরা তাদের বলি আমরা আলাদীনের চেরাগ নয় পেয়েছি শেখ হাসিনাকে। বিএনপির মিথ্যাচার অপপ্রচার ইতিহাসের মিথ্যাচার সম্পর্কে আমাদের রুখে দাঁড়াতে হবে।

এদিকে দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত নেতাকর্মীদের ঢল নামে সকাল থেকে। দীর্ঘদিন পর সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস আমেজ স্লোগানে মুখরিত হয় সম্মেলন স্থল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –