– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

ইলেকট্রিক প্লাগে তিনটি পিন থাকার কারণ

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩  

ইলেকট্রিক প্লাগ সাধারণ দুই ধরনের হয়। একটাকে আমরা চিনি টু পিনের প্লাগ নামে, আরেকটি থ্রি প্লাগ নামে।

তবে বিদ্যুৎ পরিবহনের জন্য দুই পিনের প্লাগই যথেষ্ট। কিন্তু তারপরও থ্রি প্লাগে একটি পিন বেশি থাকে কেন? আসলে, যেকোনো বস্তু নির্মাণের কৌশলের পেছনে লুকিয়ে থাকে কোন না কোন জরুরি কারণ।

আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই থ্রি পিন প্লাগের মধ্যে দুটি পিনের আকার সমান। আর মাথায় থাকা পিনটা কিছুটা মোটা। এই পিনটি সাধারণত একটি সবুজ তারের সঙ্গে সংযুক্ত থাকে আর একে বলা হয় ‘আর্থ ওয়্যার’।

স্বাভাবিকভাবে, তৃতীয় পিন এবং সবুজ তারের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না।

এবার নিশ্চয়ই ভাবছেন এই তৃতীয় পিনটি না থাকলে কি এমন হতো! আসলে কখনো কখনো বৈদ্যুতিক সরঞ্জামের ত্রুটি দেখা দিলে এই প্লাগের মধ্যে অস্বাভাবিক বৈদ্যুতিক প্রবাহ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে যদি কেউ ওই বৈদ্যুতিক সরঞ্জামটি স্পর্শ করেন, তাহলে মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। এমনকি তিনি মারাও যেতে পারেন।

তাই এই বিশেষ কারণের জন্যই ইলেকট্রিক প্লাগের মধ্যে তৃতীয় পিনটি সংযুক্ত করে রাখা হয়। যদি কখনো বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় এটি আর্থিং করে অর্থাৎ অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে তা মাটির দিকে ঠেলে দেয়। একে ইলেকট্রিক্যাল গ্রাউন্ডিংও বলা হয়।

বৈদ্যুতিক সরঞ্জামে ত্রুটি দেখা দেওয়াটা স্বাভাবিক। তখন এই যন্ত্রটিতে অস্বাভাবিক বৈদ্যুতিক প্রবাহ হতে থাকে। কিন্তু প্লাগের মধ্যে তৃতীয় পিনটি থাকায় বৈদ্যুতিক সরঞ্জাম থেকে তাড়িতাহত হওয়ার আশঙ্কা কমায়। বলা যেতে পারে, খানিকটা সুরক্ষার প্রদান করে। তাই এই সকল সমস্যা এড়ানোর জন্যই প্লাগের মধ্যে তৃতীয় পিনটি রাখা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –