– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

 
চলমান এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৮৯ রানের বিশাল জয়ে সুপার ফোরও নিশ্চিত করেছে টাইগাররা। ফলে এশিয়া কাপের ‘এ’ গ্রুপের আরো একটি ম্যাচ বাকি থাকলেও তাতে চোখ রাখতে হচ্ছে না টাইগারদের।

দ্বিতীয় ম্যাচে বড় জয়ের কারণে নেট রানরেটের সুবিধা পাবে সাকিবরা। আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচে যে দলই জয়ী হোক না কেনো সুপার ফোরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সংশয় নেই। 

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের মোকাবেলা করতে হবে শান্ত-মিরাজদের। 

সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল ৪টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবে সাকিব-তাসকিনরা। ৯ ও ১৫ সেপ্টেম্বর হবে সুপার ফোরে বাংলাদেশের বাকি দুই ম্যাচ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –