ব্রেকিং:
রংপুরের নবীগঞ্জ এলাকায় বাসচাপায় অটোরিকশার চারযাত্রী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
  • বুধবার   ২৬ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ১৩ ১৪২৮

  • || ২১ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
ডিজিটাল সেবা ও ওয়ানস্টপ সার্ভিস প্রদানে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের সেবা প্রার্থীরা যেন হয়রানির শিকার না হয়: রাষ্ট্রপতি কৃষিতে অপার সম্ভাবনাময় এলাকা গাইবান্ধার চরাঞ্চল দেশি ছোট মাছ রক্ষায় ১০ জেলার ৪৯ উপজেলায় হচ্ছে ১৬০ অভয়াশ্রম মিঠাপুকুরে ইয়াবাসহ ২ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ বুধবার দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকেই দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করবে না। তবে চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টে যাত্রী আসা স্বাভাবিক থাকবে।

উপজেলার বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, আজ ২৬ জানুয়ারি ভারতে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে। সেখানে সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এরফলে আজ সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরে সব আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বন্দরের বাংলাদেশ অংশে আমদানিকৃত পণ্য খালাস কাজ অব্যাহত থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে ভারত থেকে পাসপোর্ট যাত্রী আসার কোনো সম্পর্ক নেই।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –