ব্রেকিং:
রংপুরের নবীগঞ্জ এলাকায় বাসচাপায় অটোরিকশার চারযাত্রী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
  • বুধবার   ২৬ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ১৩ ১৪২৮

  • || ২১ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
ডিজিটাল সেবা ও ওয়ানস্টপ সার্ভিস প্রদানে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের সেবা প্রার্থীরা যেন হয়রানির শিকার না হয়: রাষ্ট্রপতি কৃষিতে অপার সম্ভাবনাময় এলাকা গাইবান্ধার চরাঞ্চল দেশি ছোট মাছ রক্ষায় ১০ জেলার ৪৯ উপজেলায় হচ্ছে ১৬০ অভয়াশ্রম মিঠাপুকুরে ইয়াবাসহ ২ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

‘অর্থপাচার রোধে কাস্টমস বিভাগকে বড় ভূমিকা পালন করতে হবে’

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

বাংলাদেশ থেকে বিদেশে অর্থপাচার প্রতিরোধে কাস্টমস বিভাগকে বড় ধরনের ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, ওভার ইনভয়েসিং (বেশি দাম দেখিয়ে পণ্য আমদানি) ও আন্ডার ইনভয়েসিংয়ের (বেশি দামের পণ্যকে কম দাম দেখিয়ে রফতানি) মাধ্যমে দেশ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থপাচার হয়ে যাচ্ছে। ব্যবসায়ীসহ সরকারি কর্মকর্তারা কর ফাঁকি দিয়ে এ টাকা পাচার করছেন। এ পাচার প্রতিরোধ করতে হলে কাস্টমস বিভাগের বড় ধরনের ভূমিকা পালন করতে হবে। কীভাবে টাকা পাচার কমানো যায় সে বিষয়ে কাস্টমসকে কাজ করতে হবে।

অর্থপাচারের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে মন্ত্রী বলেন, কোরিয়াতে একসময় বিপুল পরিমাণ মুদ্রা পাচার হতো। এ পাচার রোধে তারা কঠোর আইন করেছে। যারা পাচার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। যে কারণে ঐ দেশে টাকা পাচার কমেছে। তাদের মতো বাংলাদেশকেও অর্থপাচার বন্ধে আইন করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ব্যবসায়ীরা যাতে কোনোক্রমেই বিদেশে টাকা পাচার না করতে পারেন সেজন্য কাস্টমসকে ভূমিকা রাখতে হবে।

মানি লন্ডারিং প্রতিরোধ এবং ট্যাক্স জিডিপির অনুপাত বাড়াতেও সংশ্লিষ্টদের তাগিদ দেন আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, উচ্চ-মধ্যম আয়ের দেশে যেতে হলে আমাদের আয় বাড়াতেই হবে। এজন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে জাতীয় রাজস্ব বোর্ড।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কর আদায় ও আওতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, উপজেলা পর্যন্ত করের আওতা বাড়াতে হবে। বাংলাদেশের কাস্টমস কর্মকর্তাদের বিষয়ে সাধারণ জনগণের মধ্যে যে নেতিবাচক ধারণা ছিল তা এখন কেটে গেছে। কাস্টমস এখন একটা গর্বের জায়গা।

অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করতে শিল্পায়নের পাশাপাশি রফতানি পণ্যের বহুমুখীকরণ দরকার।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, শুধু রাজস্ব আদায়ের ভূমিকাই না, দেশের স্থানীয় শিল্পের সুরক্ষায় এনবিআর গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

কর-জিডিপি অনুপাত কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে বিপুল পরিমাণ কর ছাড় দেওয়া হচ্ছে। প্রাইভেট সেক্টরের পাশাপাশি সরকারিভাবেও কর ছাড়ের চাপ আছে। যে কারণে কর আদায় ব্যাহত হচ্ছে। এটাও ঠিক যে, কর ছাড়ের কারণে উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক সেজাদ মুনিম, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সদস্য (শুল্কনীতি) মাসুদ সাদিক।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –