• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২  

হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি          
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন।

গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন এতথ্য জানান।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের অনুষ্ঠানটি সন্ধ্যা ৮টায় সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন কমিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে যোগ দিবেন।

মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানস্থলে আসতে অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –