• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

নতুন শিক্ষানীতিতে স্কুলভীতি থাকবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকার যে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করছে সেখানে স্কুলভীতি থাকবে না। এর পরিবর্তে শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করা হবে। প্রতিটি স্কুলের পরিবেশ হবে আনন্দময়।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদফতর মিলনায়তনে আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা শিশুদের নির্মল শৈশব কেড়ে নিচ্ছে। ফলে শৈশবের আনন্দবঞ্চিত শিশুদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক এস এম আনসারুজ্জামান প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –