• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

চলতি অর্থ বছরে কৃষিতে বরাদ্দ ২২৫ কোটি: কৃষিমন্ত্রী

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৩  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কল্যাণে চলতি অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২৫ কোটি ২৮ লাখ ৯৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।  

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

আব্দুর রাজ্জাক বলেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কল্যাণে চলতি ২০১৩-২০২৪ অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে এই বরাদ্দ দিয়েছে। তার মধ্যে উপকারভোগী কৃষকের সংখ্যা হলো ৮৩ লাখ ৮৬ হাজার ৩৫০ জন।

তিনি বলেন, চলতি ২০২৩-২৪ উৎপাদন বর্ষে দেশে বিভিন্ন জাতের উন্নতমানের ধান, গম, আলু, ভুট্টা, পাট, ডাল ও তেল, সবজি এবং মসলা বীজ ফসলের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০০ মেট্রিকটন বীজ বিএডিসির চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।  

করোনা মহামারি ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের স্বার্থ রক্ষায় বিএডিসির আওতাধীন ভাড়াভিত্তিক সেচযন্ত্রের সারচার্জ ৫০ শতাংশ কমানো হয়, যা ২০২০-২১ অর্থ বছর হতে চলমান রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –