• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

সারাদেশে নির্বাচনমুখী জোয়ার এসেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তফসিল ঘোষণার পর দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আমরা আজ নমিনেশন পেপার সাবমিট করতে এসেছি। শত শত লোক আওয়ামী লীগ অফিসের সামনে এসেছেন। এই গণজোয়ার ও গণজাগরণ দেখে আমরা খুবই আনন্দিত। তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার এসেছে। এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। আমরা তাদের নিয়ে মোটেই চিন্তিত নই। গণমাধ্যম বিদেশিদের যত সুযোগ দেবে তারা তত লাফালাফি করবে। আপনারা কম পাত্তা দেন, তাদের লাফালাফি এমনিতেই কমে যাবে।

তিনি আরো বলেন, কেউ যদি সদুপদেশ দেয় অবশ্যই আমরা সেটি গ্রহণ করবো। আগেও যখনই কেউ ভালো প্রস্তাব দিয়েছে তখনই আমরা সেটি গ্রহণ করেছি। আর অবান্তর-অবাস্তব প্রস্তাব দিলে আমরা সেটি গ্রহণ করি না। বাংলাদেশের জনগণের পরিপক্কতা আছে, বিচার করার ক্ষমতা আছে। আমরা দেশ ও জনগণের মঙ্গলের জন্য কাজ করি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমরা সব নির্বাচনে জয়লাভ করেই সরকার গঠন করেছি। কোনোদিন চোরাই পথে সরকারে আসিনি। এবারও আমরা জয় লাভ করবো। যারা এ নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় ব্যস্ত তাদের শিক্ষা দেবো।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –