• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

হঠাৎ ঝুম বৃষ্টি, সাধের স্মার্টফোনের সুরক্ষায় করণীয়

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

হঠাৎ ঝুম বৃষ্টির মধ্যে পূর্ব প্রস্তুতি না থাকার কারণে কাকভেজা হয়ে যেতে হয়। এমন অবস্হায় নিজে ভিজলেও সঙ্গে থাকা স্মার্টফোনটিকে বৃষ্টি থেকে রক্ষা করা জরুরি। তা না হলে বৃষ্টির পানিতে ভিজে প্রিয় স্মার্টফোনটি নষ্ট হতে পারে।

তাই জেনে নিন সাধের স্মার্টফোনের সুরক্ষায় করণীয় সম্পর্কে- 

ফোনে একটি ওয়াটারপ্রুফ কেস রাখুন

বর্ষাকালে এবং সুইমিং পুলে সাঁতার কাটার সময় ফোনের জন্য ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করুন। এতে কোনোভাবে বৃষ্টিতে ভিজলেও ফোনের ভেতর পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে না। ব্যাগে সবসময় এমন একটি কেস রাখার চেষ্টা করুন। এতে আপনি যখন বাইরে বেরবেন, তখন হঠাৎ ঝুম বৃষ্টি এলেও চিন্তার কোনো কারণ থাকবে না।

মোবাইল পাউচে স্মার্টফোন রাখুন

বর্তমানে বাজারে অনেক ধরনের এয়াটারপ্রুফ মোবাইল পাউচ পাওয়া যায়। এগুলো ট্রান্সপারেন্টও হয়। ফলে ফোন ব্যবহার করতে কোনো রকম সমস্যা হবে না। এমনকি বৃষ্টির মধ্যে ফোন এলেও আপনি অনায়াসেই তা ধরে ফেলতে পারবেন।

যখনই নতুন ফোন কিনবেন, চেষ্টা করুন IP 67 বা IP68 রেটিং আছে এমন ফোন কেনার। এতে যদি ভুলে ফোন পানিতে ভিজলেও সমস্যা হবে না।

প্লাস্টিকের কাভার

ফোনে বৃষ্টির সময়টাতে প্লাস্টিকের কাভার ব্যবহার করতে পারেন। এছাড়া হাতের কাছে ওয়াটারপ্রুফ কেস না থাকলে যেকোনো প্লাস্টিক দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিন ফোনটি। এতে কিছুটা হলেও পানি থেকে রক্ষা পেতে পারে আপনার সাধের স্মার্টফোনটি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –