• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বোদার আউলিয়ার ঘাটে করোতোয়া নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

 
বোদা উপজেলাধীন মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীর উপর ৮৯১ মিটার পিসি গার্ডার ব্রিজ (ওয়াই ব্রিজ) নির্মাণের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় দুই আসনের মাননীয় সাংসদ ও রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন।

আজ বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মাড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে, সংগঠনের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু আনসার মোঃ রেজাউল করিম শাহিন এর সভাপতিত্বে মাড়েয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এক জনসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন:
আব্দুল লতিফ তারিন, সহ-সভাপতি, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি;
এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, বোদা, পঞ্চগড়;
ফারুক আলম টবি, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, বোদা, পঞ্চগড়;
সুশীল চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগ, মাড়েয়া, বোদা, পঞ্চগড় সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

জনসভায় বক্তাগণ তাদের বক্তব্যে, গত বছর আউলিয়ার ঘাটে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দেশের মানুষের কল্যাণে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টা তুলে ধরেন। বক্তাগণ মাড়েয়া, বড়শশী ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রানের দাবি সেতুটি নির্মাণের মধ্য দিয়ে পূরণ হবে ও অত্র এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –