• রোববার ১০ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

পঞ্চগড়ে জামায়াত-বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

 
পঞ্চগড়ে শ্রমিক লীগ নেতার করা মামলায় জামায়াত ও বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জামায়াতকর্মী বিপুল হাসান (২৪), মাহাবুব রহমান (২৭) ও রফিকুল ইসলাম (৩৮)। অন্যদিকে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জয়নুল ইসলাম জয় (২৩) ও লিটন (২৯)। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

জানা যায়, বৃহস্পতিবার পঞ্চগড় জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মোটরসাইকেল ভাঙচুর ও মারপিটের অভিযোগ তুলে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল ইসলামসহ ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলাটিতে আরো ৭০-৮০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, বুধবারের একটি ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাঙচুর, মারপিট এবং চুরির অভিযোগ তুলে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –