• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

দেবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সেমিনার

প্রকাশিত: ৬ জুন ২০২৪  

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে তৃণমূল পর্যায়ে সরকারি খরচে আইনগত সহায়তা ও মেডিয়েশন বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে তৃণমূল পর্যায়ে সরকারি খরচে আইনগত সহায়তা ও মেডিয়েশন উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়‌। সেমিনারে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সভাপতি জনাব মো. আবু সাঈদ।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুস সাকিব মুন, জাতীয় রিপোর্টার্স ক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাতুল মুস্তাকিম, উপজেলা রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আল রাজি বাপ্পী ও কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান, দেবীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহারুল আলম জিন্নাহ (রানা), দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বিমল রায়, কোষাধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, সাংবাদিক সজীব উদ্দিন ও ফোটো সাংবাদিক রাশিনুর রহমান প্রমুখ।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –