• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ জুন ২০২৪  

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুন) দুপুর আড়াইটায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের প্রথম সভা ও নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলমের সঞ্চালনায় ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায়ের সভাপতিত্বে প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক চিশতী ও ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া নবনির্বাচিত চেয়ারম্যান মদন মোহন রায়, ভাইস-চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনু ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচিত সভায় সভাপতির বক্তব্যে নবনির্বাচিত  উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায় বলেন, নির্বাচন চলাকালীন সময় আমাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি সেদিকে যেতে চাই না। আমি আপনাদের সহযোগিতা নিয়ে দেবীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত, আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –