শিক্ষার সহযাত্রায় ইসলামী সভ্যতার বিকাশ
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২

‘পড়ো তোমার প্রভুর নামে’ প্রত্যাদেশের মাধ্যমে পৃথিবীতে শুরু হয়েছিল ইসলামের পথচলা। ফলে শিক্ষার সহযাত্রায় বিকাশ ঘটেছিল ইসলামী সভ্যতার। মক্কার চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাসুলুল্লাহ (সা.) আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। মদিনায় হিজরতের পর মদিনায় মসজিদে নববী প্রতিষ্ঠিত হলে সেখানে ‘সুফফা’ নামক একটি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ‘সুফফা’-ই ইসলামের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ ও আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।
দ্বিতীয় হিজরিতে শুধু পরিবর্তনের পর মসজিদে নববীর দক্ষিণপাশে প্রথম কিবলার দিকটিতে দেয়াল তোলা হয় এবং ওপরে চাল দিয়ে সেখানে জ্ঞানপিপাসু সাহাবি এবং দরিদ্র ও আশ্রয়হীন মানুষের সাময়িক আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। স্থানটি ছায়াবিশিষ্ট হওয়ায় সুফফা নামকরণ করা হয়। এখানের শিক্ষার্থী ও আশ্রয় গ্রহণকারীরা ইসলামের ইতিহাসে ‘আসহাবে সুফফা’ নামে পরিচিত। (সিরাতে মোস্তফা : ১/৪৪৪)
সুফফা ছিল রাসুলুল্লাহ (সা.)-এর হুজরাগুলোর নিকটবর্তী স্থানে। সুফফার অধিবাসীরা সাধারণত সারা দিন সেখানেই থাকত। কোরআনের আয়াত, নবীজি (সা.)-এর বাণীগুলো (হাদিস) শুনত এবং তা আত্মস্থ করত। রাসুলুল্লাহ (সা.) তাদের শরিয়তের বিধি-বিধান শেখাতেন। তিনি তাদের কখনো কখনো খাবারের জন্য নিজের ঘরে নিয়ে যেতেন। (মুসলিম উম্মাহর ইতিহাস : ২/২৮)
ড. আলী মুহাম্মদ সাল্লাবি বলেন, ‘আহলে সুফফা মসজিদে অবস্থান করত ইবাদতের জন্য। তারা দারিদ্র্য ও আত্মত্যাগের জীবন পছন্দ করত। অবসর সময়ে তারা কোরআন তিলাওয়াত ও আল্লাহর জিকির করত, পরস্পরকে লেখা শেখাত। এমনকি তাদের একজন উবাদা বিন সামিত (রা.)-কে নিজের ধনুক উপহার দেন। কেননা তিনি তাদের কোরআন ও লেখা শেখাতেন। সুফফাবাসী জিহাদে অংশগ্রহণ করত। তাদের ভেতরও বহু শহীদ আছে। তারা ছিল রাতের সাধক ও দিনের অশ্বারোহী (যোদ্ধা)।’ (আস-সিরাতুন নাবাবিয়্যা, পৃষ্ঠা ৩০৫)
হিজরতের প্রাথমিক পর্যায়ে যেসব সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাঁদের বেশির ভাগকে আনসারি সাহাবিরা নিজেদের ঘরে আশ্রয় দিয়েছিলেন এবং যৌথভাবে তাঁদের ব্যয়ভার বহন করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে মুহাজির সাহাবিদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে তাদের প্রাথমিকভাবে মসজিদে আশ্রয় দেওয়া হতো। অন্যত্র স্থানান্তর করার আগ পর্যন্ত তাঁরা সুফফাতে অবস্থান করতেন। আবু হুরায়রা (রা.) তাঁদের সম্পর্কে বলেন, ‘সুফফার অধিবাসীরা ছিলেন ইসলামের মেহমান। তাঁদের পরিবার, সম্পদ বা অন্য কোনো আশ্রয় ছিল না।’ তবে সুফফায় অবস্থানকারীদের ভেতর বহুসংখ্যক এমন ছিলেন, যাঁরা দুনিয়াবিমুখতা, জ্ঞানসাধনা ও আত্মিক উন্নতির জন্য সেখানে অবস্থান করতেন, যদিও তাঁরা আর্থিকভাবে সচ্ছল ছিলেন এবং মদিনায় তাঁদের ঘর-বাড়ি ছিল। যেমন কা’ব বিন মালিক (রা.), হানজালা বিন আবু আমির (রা.), হারিসা বিন নোমান (রা.) প্রমুখ। (আস-সিরাতুন নাবাবিয়্যাহ, পৃষ্ঠা ৩০৩-৩০৪)
আসহাবে সুফফার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লামা ইদরিস কান্ধলভি (রহ.) বলেন, ‘তাঁরা ছিলেন আল্লাহর ওপর নির্ভরশীলতার প্রতীক ও একনিষ্ঠ একটি দল। তাঁরা দিন-রাত আত্মশুদ্ধি ও কোরআন, হিকমত, বস্তু ও বিষয় সম্পর্কিত সূক্ষ্ম জ্ঞান শেখার জন্য নবী (সা.)-এর সেবায় উপস্থিত থাকতেন। এ ছাড়া না ছিল তাঁদের ব্যবসা-বাণিজ্যের প্রতি আগ্রহ, না ছিল কৃষিকাজের প্রতি কোনো উৎসাহ।’ (সিরাতে মোস্তফা : ১/৪৪৫)
সুফফার শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। পানাহার থেকে শুরু করে তাদের জীবনের বহু মৌলিক প্রয়োজন অপূর্ণ থাকত। তারা কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করতেন, যা দেখে পথচারীরা তাদের মৃগি রোগে আক্রান্ত মনে করত। আবু হুরায়রা (রা.)-এর বর্ণনা থেকেও সুফফাবাসীর আত্মত্যাগের বিবরণ পাওয়া যায়। তিনি বলেন, ‘আমি ৭০ জন আসহাবে সুফফাকে দেখেছি। তাদের কারো গায়ে বড় চাদর ছিল না। হয়তো ছিল শুধু লুঙ্গি কিংবা ছোট চাদর, যা তারা তাদের ঘাড়ে বেঁধে রাখত। কারো নিসফে সাক বা হাঁটু পর্যন্ত আর কারো টাখনু পর্যন্ত ছিল। তারা লজ্জাস্থান দেখা যাওয়ার ভয়ে হাত দিয়ে ধরে রাখত।’ (সহিহ বুখারি, হাদিস : ৪৪০)
সাহাবায়ে কেরাম (রা.)-এর এই অসামান্য আত্মত্যাগ দেখে মহানবী (সা.) তাদের সান্ত্বনা দিয়ে বলেন, ‘যদি তোমরা জানতে আল্লাহর কাছে তোমাদের জন্য কী প্রস্তুত আছে, তাহলে তোমরা অবশ্যই কামনা করতে আমাদের দারিদ্র্য ও উপবাস থাকা আরো বেড়ে যাক।’ (হিলয়া : ১/২৩৯)
সুফফাবাসীর ব্যয়ভার ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে পূরণ করা হতো। আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমিও আসহাবে সুফফার একজন ছিলাম। যখন সন্ধ্যা হতো, আমরা সবাই নবী (সা.)-এর কাছে চলে যেতাম। তিনি একজন-দুজন করে ধনী সাহাবিদের কাছে সোপর্দ করতেন। যারা অবশিষ্ট থাকত তাদের তিনি নিজের সঙ্গে খাবারে শরিক করতেন। খাওয়ার পর আমরা রাতে মসজিদে ঘুমাতাম।’ এ ছাড়া মসজিদে নববীর দুটি খুঁটির মধ্যে একটি রশি বাঁধা থাকত। আনসার সাহাবিরা বাগান থেকে থোকা থোকা ফল এনে আসহাবে সুফফার জন্য তাতে ঝুলিয়ে রাখতেন। আসহাবে সুফফা তা লাঠি দ্বারা নামিয়ে খেতেন। মুয়াজ বিন জাবালের (রা.) ব্যবস্থাপনা ও দেখাশোনা করতেন। (সিরাতে মোস্তফা : ১/৪৪৮)
আসহাবে সুফফার সংখ্যা স্থিতিশীল ছিল না। কখনো তা বাড়ত আবার কখনো কমত। তবে তাদের সংখ্যা ৭০ জনের মতো থাকত। যেমনটি আবু হুরায়রা (রা.)-এর বর্ণনায় এসেছে। অন্য বর্ণনায় এসেছে সাআদ ইবনে উবাদা (রা.) একাই সুফফার ৮০ জনের আপ্যায়ন করে। তা থেকে বোঝা যায় আসহাবে সুফফার সংখ্যা কখনো কখনো বৃদ্ধিও পেত। এমনকি তাদের সংখ্যা ৪০০ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। আসহাবে সুফফার উল্লেখযোগ্য কয়েকজন সাহাবি হলেন আবু উবায়দা ইবনুল জাররাহ, আম্মার ইবনে ইয়াসার, আবদুল্লাহ ইবনে মাসউদ, মিকদাদ ইবনে আমর, খাব্বাব ইবনে আরাত, বেলাল ইবনে রাবাহ, সুহাইব ইবনে সিনান, আবু কাবশাহ, সাফওয়ান ইবনে বাইদা, মিসতাহ ইবনে উসাসা, উমায়ের ইবনে আউফ, আবু লুবাবা, আবদুল্লাহ ইবনে উনাইস, আবু জর গিফারি, উতবা ইবনে মাসউদ, সালমান ফারেসি, হুজায়ফা ইবনুল ইয়ামান, আবু দারদা, আবু হুরায়রা, সাওবান, মুয়াজ বিন হারিস, সায়িব ইবনে খাল্লাদ, সাবিত ইবনে ওয়াদিয়া (রা.) প্রমুখ। (সিরাতে মোস্তফা : ১/৪৫১-৫২; আস-সিরাতুন নাবাবিয়্যাহ, পৃষ্ঠা ৩০৬)
– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –- পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
- রৌমারীতে মা-ছেলেকে গলা কেটে হত্যার ঘটনা
- ২৭ তারিখেই হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি
- বিএনপির অভ্যন্তরীণ ক্ষোভ এখন চক্রাকারে ঘুরছে
- নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদ করতে ১৬ নির্দেশনা
- `পদ্মাসেতুর জন্য রাজনীতির ঊর্ধ্বে ধন্যবাদ প্রাপ্য প্রধানমন্ত্রীর`
- বেড়িবাঁধে স্বস্তিতে উপকূলের হাজারো মানুষ
- পদ্মাসেতু: বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- রেলে চালু হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা
- জনশক্তি রফতানিতে সুবাতাস বইছে
- বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে ‘মুজিব’ বায়োপিক
- বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- নীলফামারীর যুবদল নেতা শাহিন গ্রেফতার
- ছাদবাগান থেকে বছরে ৪০ হাজার টাকার ফলন পান বশীর আহম্মেদ
- চিরিরবন্দরে বজ্রপাতে একজনের মৃত্যু
- সম্পত্তি লিখে দেওয়ার দু’মাসেই বাবা-মাকে বের করে দিলো ছেলে
- বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী কাতার
- বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী কাতার
- বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- ‘ওষুধের ৯৮ শতাংশ বাংলাদেশ নিজেরাই উৎপাদন করে’
- ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব আরোপ
- ‘খাদ্য সুরক্ষার চর্চা অন্যান্য দেশের সাথে ভাগ করে নিতে প্রস্তুত’
- বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর প্রস্তাব
- কাহারোলে বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে
- ‘জুনে পদ্মা সেতুতে দাঁড়িয়ে মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে’
- রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস
- ৪৪তম বিসিএস পরীক্ষা নিয়ে যা জানা গেল
- হজে যাচ্ছেন মুশফিক, থাকছেন না উইন্ডিজ সফরে
- আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ দেশে আসবে বৃহস্পতিবার
- আমাদের সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী
- রাশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছে বাংলাদেশি চিকিৎসকরা
- ঈদ জামাতের জন্য প্রস্তুত এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে ৫০ জনের শনাক্ত, মৃত্যু নেই
- সৈয়দপুর রেলওয়ে কারখানায় তৈরি হচ্ছে ৫০ কোচ, ব্যস্ত শ্রমিকরা
- তেঁতুলতলা মাঠ পুলিশেরই, আপাতত বন্ধ নির্মাণ কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে চাই: তথ্যমন্ত্রী
- ফায়ার সার্ভিসে নিয়োগের সব মাঠ পরীক্ষা স্থগিত
- সারাদেশের ৩২ স্পটে ১২৯টি সিসিটিভিতে মনিটরিং
- নির্বাচন অংশগ্রহণমূলক করতে যা প্রয়োজন সরকার সব করবে: হানিফ
- এইচএসসি পরীক্ষা ২ঘন্টায়,কমলো নম্বর
- গোবিন্দগঞ্জে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই
- শ্যালিকার সঙ্গে ছোট ভাইয়ের প্রেম: রাস্তা কেটে নিলেন বড় ভাই
- মাঝরাতে খিদে পাওয়া যে কঠিন রোগের লক্ষণ
- সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
- শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ হাইকমিশন
- ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপির
- `অসাম্প্রদায়িক দেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে যেতে হবে`
- আলোর রূপ প্রতিষ্ঠা করাই হচ্ছে রবীন্দ্র দর্শনের মূল ভিত্তি-স্পিকার