• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কাহারোলে বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে   

প্রকাশিত: ২১ মে ২০২২  

দিনাজপুর জেলার কাহারোলের ছয়টি ইউনিয়নে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। তবে ভালো দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।  

তারা জানান, চলতি বোরো মৌসুমে জমিতে পোকার আক্রমণ কম হলেও ধানের আশানুরূপ ফলন হচ্ছে না। অসময়ে বৃষ্টি ও বাতাসের কারণে গাছ হেলে পড়ে যাওয়ায় ধানের ফলন কম হচ্ছে। অন্যদিকে শ্রমিকসংকট থাকায় ধান কাটা ব্যাহত হচ্ছে। 

কাহারোল হাটে কৃষক আব্দুল আজিজ ব্রি ধান-২৮ ধান প্রতি মণ ৮৫০ টাকা দরে বিক্রি করেছেন। তিনি জানান, গত বারের তুলনায় এবার ধানের ফলন কম কিন্তু উৎপাদন খরচ বেশি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।  

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি কর্মকর্তা জানান, এ পর্যন্ত ৩০ শতাংশ জমির ধান কাটা সম্পূর্ণ হয়েছে। তাতে হেক্টরপ্রতি ৬ মেট্রিক টন ধানের ফলন পাওয়া গেছে। এছাড়া ব্রি ধান-২৮ ও সামান্য মিনিকেট জাতের ধান কাটা হয়েছে। কিছুদিন পর ব্রি-ধান ৫৮, ২৯ ও হাইব্রিডসহ বিভিন্ন জাতের ধান কাটা হবে। 

কাহারোল উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এবার কৃষকদের কাছ থেকে সরাসরি লটারির মাধ্যমে ধান ক্রয় করা হবে। এদিকে আজ শনিবার ধান-চাল ক্রয়ের উদ্বোধন করা হবে। 
কে/

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –