• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ২১ মে ২০২২  

'স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি' এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

শনিবার পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় বসেছে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশেষ গ্রুপের ১৩টি স্টল। সেখানে শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন। এছাড়া থাকছে প্রতিদিন বিজ্ঞানভিত্তিক আলোচনা কুইজ প্রতিযোগিতা। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –