• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ফায়ার সার্ভিসে নিয়োগের সব মাঠ পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ৯ মে ২০২২  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। সোমবার ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে টেলিটকের মাধ্যমে এসএমএস এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আবেদনকারীরা ইতিমধ্যে ডাউনলোড করা প্রবেশপত্র দিয়েই পরবর্তীতে ঘোষিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে বার্তায় জানানো হয়েছে।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার পদে নিয়োগের মাঠ পরীক্ষা স্থগিতের বিষয়টি এরই মধ্যে ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে ও ফেসবুক পেজে নোটিস আকারে জানানো হয়েছে। তিনটি জাতীয় দৈনিকে এ বিষয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  এছাড়া সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমেও জানানো হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –