• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে ২৭ টাকায় ধান, ৪০-এ চাল কিনছে খাদ্য বিভাগ

প্রকাশিত: ২৩ মে ২০২২  

পঞ্চগড়ে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার এল এস ডি গুদামে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. মাসুদুল হক, জেলা খাদ্য কর্মকর্তা মো. রেজাউল আলম খন্দকার, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মে. জহুরুল হক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি মো. শরীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, এবার কেজি ২৭ টাকা দরে ৪৭৮ টন বোরো ধান এবং কেজি ৪০ টাকা দরে তিন হাজার ৭৪৯ টন চাল কেনা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –