• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত, খোঁজ মিলছে না দুই হাতের

প্রকাশিত: ২৩ মে ২০২২  

দিনাজপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা গেলেও দুই হাতের সন্ধান এখনো পাওয়া যায়নি।

সোমবার (২৩ মে) ভোর ৬টায় দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া রেলঘুন্টির কাছে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেসের নিচে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি কাটা পড়ে মারা যান। তবে তার দুই হাত ঘটনাস্থল বা আশপাশে খুঁজে পাওয়া যায়নি। মাথা থেঁতলে গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –