• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে অবৈধভাবে কর্তন করা গাছ ইউএনওর হাতে জব্দ

প্রকাশিত: ২৩ মে ২০২২  

দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নে অবৈধভাবে কর্তন করা গাছগুলো অবশেষে জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে কোনো মামলা হয়নি কারো বিরুদ্ধে।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ জানান,দক্ষিণ কোতয়ালীর ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে অবৈধভাবে বেশকিছু রাস্তার গাছ কর্তন করে দুর্বৃত্তরা। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়। আমরা তাৎক্ষণিকভাবে কর্তন করা গাছের টনগুলো জব্দ করেছি। জব্দ করার পর তা ইউনিয়নের তহসিলদারের হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা বা কেউ আটক হয়েছে কিনা তা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা অজ্ঞাতনামা হওয়ায় কাউকে আটক বা মামলা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সতর্ক হওয়া প্রয়োজন বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ বলেন, অবৈধভাবে গাছ নিধন গুরুতর অপরাধ। এ কারণে অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়। এমন নজিরও আছে এ জেলায়। তারপর এমন অপরাধ ঘটছে। যা কাম্য নয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –