• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মুদি দোকানি হত্যা ও লাশ গুম: তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২৩ মে ২০২২  

দিনাজপুর ফুলবাড়ীতে মুদি দোকানিকে হত্যার পর লাশ গুমের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মেহেদী হাসান মণ্ডল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ফুলবাড়ী উপজেলার গড়পিংলাই গ্রামের আতর আলী, রেজাউল করিম বাবু, শরিফুল ইসলাম। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই গোলাম রব্বানী, একরামুল হক, জাহাঙ্গীর আলম, সাঈদ আলী।

উল্লেখ্য, ২০০৯ সালের ২১ আগস্ট ফুলবাড়ী উপজেলার গড়পিংলাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মুদি দোকানি হুমায়ন কবীরকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ইটভাটায় নিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার পর লাশ ইটের স্তুপের মধ্যে ঢুকিয়ে রাখে আসামিরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও আসামিদের জবানবন্দির ভিত্তিতে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারকাজ শেষে সোমবার (২৩ মে) রায় ঘোষণা করে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শাহ মোস্তাফিজুর রহমান টুটুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –