• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি

প্রকাশিত: ২১ মে ২০২২  

বাংলাদেশে এসেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। আজ শনিবার (২১ মে) পাঁচদিনের সফরে ঢাকায় আসেন তিনি। সফরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার আহ্বান জানাবেন গ্রান্ডি।

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রম নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন হাইকমিশনার। তিনি কক্সবাজার ও ভাসানচরে মানবিক কার্যক্রম সমর্থনকারী দাতা এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের সময় আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

গ্রান্ডি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তাদের চাহিদা, চ্যালেঞ্জ ও ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন। গ্রান্ডির সফরসঙ্গী হয়ে এসেছেন- ইউএনএইচসিআর’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত ও হাইকমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে। এর আগে ২০১৯ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেছিলেন ফিলিপ্পো গ্রান্ডি।
কে/

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –