• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৩ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশে রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসির বাইক বিক্রি শুরু জুলাইয়ে

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪  

বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশি মোটরসাইকেলপ্রেমীদের কাছেও ‘রয়্যাল এনফিল্ড’ স্বপ্নসম এক ব্র্যান্ড। সেই স্বপ্ন এবার ছুটে বেড়াবে বাংলাদেশের রাজপথে। জুলাইয়ে চারটি ৩৫০সিসি রয়্যাল এনফিল্ড মডেল বিক্রি শুরু হবে বাংলাদেশে।।

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস জানিয়েছে, মে মাসের মধ্যে তারা দেশে ব্র্যান্ডটি চালু করতে যাচ্ছে। বর্তমানে সারা দেশে ডিলারদের সন্ধান করছে প্রতিষ্ঠানটি।

২০২১ সালে বাংলাদেশের ইফাদ গ্রুপের সঙ্গে রয়্যাল এনফিল্ডের চুক্তির খবর প্রকাশ পায়। চট্টগ্রামে ইফাদ মোটরসের কারখানায় বছরে ৪০ হাজার মোটরসাইকেল তৈরির ক্ষমতা রয়েছে।

ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর। আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করবো।

গত বছরের শেষের দিকে সড়কে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর সরকারি অনুমোদনের পর, বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক উত্তরা মোটরস ইতোমধ্যেই ২৫০ সিসি মডেলের পালসার এন ২৫০ বাজারে ছেড়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –