• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩  

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাদ পড়েছেন টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ঘিরে টাইগারদের ৭ নম্বর পজিশন নিয়ে বেশ আলোচনা হচ্ছিলো। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আলোচনায় ছিলেন সৌম্য সরকার, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন। তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তরুণ আফিফেই আস্থা রেখেছেন বিসিবি নির্বাচকরা।

শুরু থেকেই এশিয়া কাপের দলে থাকা নিয়ে শঙ্কা ছিল রিয়াদের। অবশেষে সেটিই সত্যি হলো। একই সঙ্গে কপাল পুড়েছে সৌম্য সরকার ও মোসাদ্দেকের।

এদিকে রিয়াদ-সৌম্য বাদ পড়লেও জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। পাশাপাশি দলে ফিরেছেন শেখ মাহেদী।

এর আগে শুক্রবার মাহমুদউল্লাহ রিয়াদের থাকার সম্ভাবনা কম বলে ইঙ্গিত করেন পাপন। তার মতে, ১৭ জনের স্কোয়াডের বাইরে যদি অতিরিক্ত ক্রিকেটের হিসেবে দলের সঙ্গে কাউকে নেয়া হয় তাহলে সেই তালিকায় জায়গা পেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ নাঈম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –