• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

বালিয়াডাঙ্গীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও খাবার বিতরণ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও খাবার বিতরণ করা হয়েছে। 

গতকাল রোববার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী। 
   
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধীদেরও এগিয়ে নিচ্ছেন বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের হাত ধরে প্রতিবন্ধীরা এখন নানা ধরণের সুবিধা ভোগ করছে। তারা এখন আর বোঝা নয় বরং সম্পদে পরিণত হয়েছে৷ 

তিনি আরো বলেন, সরকার প্রতিবন্ধীদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। সব বিষয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামীতেও নৌকা মার্কাকে বিজয় করতে হবে। 

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –