– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

ওজুর অঙ্গ তিনবারের বেশি ধোয়া কী সঠিক?

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩  

 
নামাজসহ ইসলামের অনেক ইবাদতের জন্যই ওজু করা ফরজ। কিন্তু ওজুতে রয়েছে কিছু নিয়ম। ওজুর অঙ্গ তিনবারের বেশি ধোয়া নিয়ে সোনাকান্দা, মুরাদনগর, কুমিল্লা থেকে মো. খলিল ভূঁইয়া জানতে চেয়ে প্রশ্ন করেছেন।

খলিল ভূঁইয়া বলেন, ওজুতে প্রতিটি অঙ্গ অন্তত চার থেকে পাঁচবার করে ধৌত করেন তিনি। এ ছাড়া নাকি তার মন পরিতৃপ্ত হয় না। এভাবে নিয়মিত তিন বারের অধিক ধোয়ার অভ্যাস কী সঠিক?

উত্তর: অজুর অঙ্গগুলো তিনবার করে ধোয়া সুন্নত। তাই তিনবার ধোয়ারই অভ্যাস করতে হবে। তিন বারের অধিক ধোয়ার অভ্যাস করা উচিত নয়। আর তিনের অধিক ধোয়াকে উত্তম মনে করে এর ওপর আমল করা গোনাহ। পক্ষান্তরে তিনবার ধোয়ার পরও কোনো স্থানে পানি পৌঁছার ব্যাপারে সন্দেহ হলে সে স্থানটি আবার ধুয়ে নেবে। তবে শুধু সন্দেহ, মনের তৃপ্তির জন্য এরূপ করবে না। (খুলাসাতুল ফাতাওয়া : ১/২২)

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –