• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

কানাডায় দাবানল থেকে বাঁচতে শহর ছাড়ছে মানুষ

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩  

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চল জ্বলছে ভয়াবহ দাবানলে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে ঐ এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির ইয়েলো নাইফ শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে যেতে স্থানীয় বিমানবন্দরে ভিড় করেছেন। মহাসড়কগুলোতেও বেড়েছে গাড়ি।

এর আগে, কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, অঞ্চলটির রাজধানী ও বড় শহর ইয়েলো নাইফের দিকে এগোচ্ছে দাবানল।

ইয়েলো নাইফের মেয়র রেবেকা আল্টি বলেছেন, আগুনের লেলিহান শিখাতে থেকে বাঁচতে বাসিন্দারা মহাসড়ক দিয়ে এবং বাণিজ্যিক বিমানে এলাকা ছেড়ে চলে যাচ্ছে।

আঞ্চলিক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ২০ হাজার মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন করতে জরুরি সব পদক্ষেপ নেয়া হয়েছে। কারণ, এখনো শহরটিতে পৌঁছায়নি আগুনের লেলিহান শিখা। খোলা রয়েছে সড়কপথ, বিমানেও অনেকে পাড়ি দিতে পারেন অন্য শহরে।

বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে আকাশপথে বাসিন্দাদের সরানোর কার্যক্রম।

ফায়ার ব্রিগেড জানিয়েছে, ইয়েলো নাইফের ১৭ কিলোমিটার দূরেই জ্বলছে এক লাখ ৬৩ হাজার হেক্টর বনভূমি। চলতি মৌসুমে কানাডার এক হাজার এলাকায় দাবানল ছড়িয়েছে। যার মাঝে উত্তর-পশ্চিমাঞ্চলেই ২৩০টি জায়গায় আগুন সক্রিয়।

এদিকে, আগুন নেভাতে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সহস্রাধিক সদস্য।

স্থানীয় ফায়ার সার্ভিস অফিস এক বিবৃতিতে বলেছে, ইয়েলোনাইফ শহরের ঝুঁকি রয়েছে। আমাদের দল শহরের পাশাপাশি, এই আগুনের বৃদ্ধি কমাতে এবং সম্প্রদায়কে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –