– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

বাংলাদেশকে আর্জেন্টিনার ‘ঈদ মোবারক’

প্রকাশিত: ২৯ জুন ২০২৩  

 
বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশের ফুটবলভক্তদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মুসলিমদের এ উৎসবকে সামনে রেখে বাংলাদেশের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বকাপজয়ীরা। 

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বার্তায় এ শুভেচ্ছা জানায়। পেজটিতে লিওনেল মেসি, ডি পল ও ডি মারিয়ার একটি ছবি পোস্ট করা হয়। যেখানে মেসিদের হাস্যজ্জল দেখা যাচ্ছে। 

ছবিতে লেখা, বাংলাদেশের সকল বন্ধুকে ঈদ মোবারক। এছাড়া ছবির ক্যাপশনে লেখা রয়েছে, বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করা স্মরণীয় মুহূর্তের।

উল্লেখ্য, নীল-সাদা জার্সির আর্জেন্টিনা মানেই বাংলাদেশের মানুষের কাছে ম্যারাডোনা-মেসি। বিশেষ করে কাতার বিশ্বকাপের সময় লাতিন আমেরিকার দেশটির প্রতি ১৭ হাজার কিলোমিটারের দূর থাকা বাংলাদেশের মানুষের ভালোবাসা আর উন্মাদনা দেখে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। 

আর্জেন্টিনার প্রতিটি মানুষও জানে তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আন্তরিকতার কথা। কাতারে বসা বিশ্বকাপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতেছিল মেসিরা। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –