• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বোচ্চ দামি দশ গোলকিপার যারা

প্রকাশিত: ৪ জুলাই ২০২৩  

ফুটবলে অন্যতম গুরুত্বপূর্ণ পজিশন গোলরক্ষক। দলের জয়-পরাজয় অনেকাংশেই গোলরক্ষকের ওপর নির্ভর করে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি ১০ গোলরক্ষকের তালিকা প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট। যেখানে দেখা গেছে পরিচিত নালগুলোই।

সবশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জিতিয়ে রীতিমতো তারকা বনে যান তিনি। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জিতলেও ক্লাব ফুটবলে এখনো বড় নাম হয়ে উঠতে পারেননি আর্জেন্টাইন এই গোলরক্ষক।

বর্তমান সময়ে ক্লাব ফুটবলের সবচেয়ে দামি গোলরক্ষকের তালিকায় সেরা দশেও জায়গা হয়নি বিশ্বকাপজয়ী মার্টিনেজের। বর্তমানে ক্লাব ফুটবলের সবচেয়ে দামি গোলরক্ষক পর্তুগালের রুই কস্তা (৪৫ মিলিয়ন ইউরো)। বর্তমানে এফসি পোর্তোর হয়ে খেলছেন তিনি। 

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজির গোলরক্ষক দোনারুমা (৪৫ মিলিয়ন ইউরো)। ৪৫ মিলিয়ন ইউরোতে সবচেয়ে দামি গোলরক্ষকের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে এসি মিলানের মাইগনান ও রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে আর্সেনালের গোলরক্ষক রামসডালে (৪০ মিলিয়ন ইউরো)। আর্জেন্টিনার মার্টিনেজ না থাকলেও ব্রাজিলের আলিসন বেকার ঠিকই এই তালিকায় আছেন। বর্তমান সময়ের সবচেয়ে দামি গোলরক্ষকের তালিকায় দশম স্থানে রয়েছেন তিনি।

৩৫ মিলিয়ন ইউরোতে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান গোলরক্ষক বেকার লিভারপুলে খেলছেন। তালিকার সেরা দশে জায়গা না পাওয়া মার্টিনেজ ২৮ মিলিয়ন ইউরোতে বর্তমানে অ্যাস্টন ভিলায় খেলছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –