– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

সেপ্টেম্বরে সাফের দু’টি বয়স ভিত্তিক আসর খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৩  

আগামী মাসেই দক্ষিণ এশিয়ার দুইটি বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিবে বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবল দলের খেলোয়াড়েরা। শুক্রবার (৪ আগষ্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ডেভেলপমেন্ট কমিটির ৬ষ্ঠ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাফুফের সহ-সভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন ‘সেপ্টেম্বরে ভুটানের মাটিতে সাফে বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৬ একটা টুনার্মেন্ট রয়েছে। সেখানে আমাদের এলিট একাডেমি থেকে টিম তৈরি করা হয়েছে। তারা সেখানে যাবে। এছাড়া অনুর্ধ্ব-১৯ দলের একটি দল যাবে সাফে। সেটার বাজেটের অনুমোদনের বিষয় ছিল আজ। এগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

সাফ অ-১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপ’ এবং আগামী ২১ শে সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘সাফ অ-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপ’। দুইটি প্রতিযোগিতায় অংশ নিবে বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো।

‘সাফ অ-১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপ’এ গ্রুপ ‘এ’তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে রয়েছে মোট তিনটি দল। বাংলাদেশ ছাড়া বাকি দুইটি দল হলো ভারত এবং নেপাল। আগামী ১লা সেপ্টেম্বর শুরু হওয়া টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ভুটানের চাঙ্গলিমিতাঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে ভারত অ-১৬ ফুটবল দল।

অন্যদিক ‘সাফ অ-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপ’-এ গ্রুপ ‘বি’তে পড়েছে বাংলাদেশ। সে গ্রুপের বাকি দলগুলো হলো ভারত এবং ভুটান। এই টুর্ণামেন্টেও উদ্বোধনী ম্যাচটি খেলবে বাংলাদেশ এবং প্রতিপক্ষ হিসেবেও থাকবে ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপালের দশরথ স্টেডিয়ামে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –