• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১  

রংপুরের মিঠাপুকুরে অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ আগস্ট) বিকেলে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় ঢাকা বেকারি ও বাধন দধি ভান্ডার এ অভিযান পরিচলনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ঘি, দধি, ব্রেড, বিস্কুটসহ অন্যান্য খাদ্যপণ্য তৈরি ও বিপণন করে আসছিলো প্রতিষ্ঠান দুইটি।

বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠান দুইটি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ঢাকা বেকারি ও বাধন দধি ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –