• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দেশে ফিরছেন ১৪ বাংলাদেশি ও ১৬০ আফগান শিক্ষার্থী

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১  

কাবুলে আটকে পড়া ২৯ বাংলাদেশির মধ্যে ১৪ জন ও চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী বাংলাদেশে ফিরছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে তারা চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

বিচ্ছিন্ন কিছু এলাকা ছাড়া রাজধানীসহ পুরো আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণাধীন। এতে অজানা আশঙ্কায় দেশটি ছাড়তে মরিয়া সেখানে থাকা বিভিন্ন দেশের নাগরিক। এরমধ্যে ২৯ বাংলাদেশি সেখানে আটকা পড়েছেন। এছাড়া চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী নিজ দেশে ছুটি কাটাতে গিয়ে আটকা পড়েন। এসব বাংলাদেশির মধ্যে ১৪ জন ও ১৬০ আফগান শিক্ষার্থীকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরানো হচ্ছে। ফ্লাইটটি সরাসরি চট্টগ্রামে অবতরণ করবে।

আটকে পড়া বাংলাদেশি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেসের পিএবিএক্স অ্যান্ড কন্ট্যাক্ট সেন্টারের প্রধান রাজীব বিন ইসলাম জানান, দেশে ফিরতে হলে তালেবান এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অনুমতি নিয়ে বিমানবন্দরে যেতে হয়। সেসব প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হলেই দেশে ফেরা নিশ্চিত হবে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসের তত্ত্বাবধানে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম, আফগানিস্তানে জাতিসংঘের শরণার্থী সংস্থার দফতর ও চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন আটকে পড়াদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –