• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

রংপুরে প্রাইভেটকারে ছাগল চুরি, জনগণ দিলো ধাওয়া

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

ঈদুল আজহা উপলক্ষে রংপুরে সক্রিয় হয়ে উঠেছে গরু-ছাগল চোর চক্র। এমনই একটি চক্র ছাগল চুরি করে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনগণের ধাওয়ায় চুরি করা পাঁচটি ছাগল ও প্রাইভেটকার রেখে পালিয়ে যায় চোরেরা।

গতকাল বুধবার বিকেলে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রাইভেটকার ভাঙচুর ও উদ্ধারকৃত ছাগল পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, বানিয়াপাড়া এলাকায় সড়কের পাশ থেকে কয়েকটি ছাগল একটি প্রাইভেটকারে তুলে নিতে দেখে স্থানীয়রা। সন্দেহ হলে তারা চোর চক্রের সদস্যদের ধাওয়া করে। এক যুবক মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধকরলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঐ সময় সড়কে থাকা একটি ছাগলকেও চাপা দেয় চোরেরা।

তিনি আরো জানান, এক পর্যায়ে নগরীর লাকিপাড়া এলাকায় প্রাইভেটকার ও ছাগল রেখে পালিয়ে যায় চোরের দল। পরে জনগণ প্রাইভেটকার ভাঙচুর ও পাঁচটি ছাগল উদ্ধার করে থানায় নিয়ে যাসে। প্রাইভেটকারের মালিক ও ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –