– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী কারাগারে 

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

নাশতার পরিকল্পনা ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদসহ বিএনপি-জামায়াতের ২২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, আজ সকালে জেলার সদর উপজেলার কালিতলা এলাকা থেকে জামায়াতের ২০ জন ও সেনুয়া এলাকা থেকে বিএনপির দুইজনকে অভিযান চালিয়ে আটক করা হয়। এ ঘটনায় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জনকে আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –