– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
ব্রেকিং:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

জনগণ বিএনপির ওপর বিরক্ত: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৩ জুলাই ২০২২  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণ বিএনপির ওপর নানা কারণে বিরক্ত। এর মধ্যে অন্যতম কারণ হলো- বিএনপি জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না। দলটির নেতারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি নিয়েই কথা বলেন।

রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের নামে জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে, যেটি দেখে রাজনীতিবিদ হিসেবে আমার কষ্ট লাগে।

ঈদের পর বিএনপির নেতাদের আন্দোলনের ডাক সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ঈদের পরে আন্দোলন, শীতের পরে আন্দোলন, পরীক্ষার পরে, বর্ষার পরে আন্দোলন- এসব আমরা গত ১৩ বছর ধরে শুনে আসছি। এখন এটা কি এ ঈদের পরে, না কোন ঈদের পরে- সেটা আগে পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে।

তিনি আরো বলেন, আসলে বিএনপির নেতারা আন্দোলনের বিষয়ে কথা বলে নিজেরা নিজেদের ক্রমাগত হাস্যস্পদ করছে। সে কারণেই জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয়নি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –