– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

ভারি খাবারের পর চা পানের ভালো-মন্দ

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩  

 
দুপুরে খাবারের পর এক কাপ গরম চা পানের অভ্যাস আছে অনেকেরই। ঘরে হোক বা বাইরে। এ অভ্যাসটা অস্বাভাবিক নয়। অনেকে বাইরে খান। কাচ্চি, পোলাও বা এসব খাবারের পর এক কাপ চা। আবার বিকেলে গ্রিল বা কাবাব খাওয়ার পর চা। ভারি খাবার খাওয়ার পর চা পানে বিরূপ প্রভাব পড়ে কি? পড়ে। 

ভারি খাবার খাওয়ার পর চা পান করলে মাথা ধরে অনেকের। চা খেলে গ্যাস্ট্রিকের কারণে এমনটা হতে পারে। তখন এক ধরনের অস্বস্তি কাজ করে। অনেক সময় চা পান করা অবস্থায় অস্বস্তি লাগে। 

আবার চা সরাসরি আমাদের পাচনতন্ত্রের ওপর প্রভাব ফেলে। তাই ভারি খাবারের পর চা পানে হজমে সমস্যা হয় আর গ্যাস্ট্রিক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বলে আমরা বলছি না চা পান করবেনই না। চা আপনি লাইট স্ন্যাক হিসেবে পান করুন। একটা নিয়ন্ত্রিত স্ন্যাক হিসেবে এটি ভালো। 

সূত্র: হেলথইন 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –