• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার বিরুদ্ধে জার্মান জনগণ!

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার বিরুদ্ধে জার্মান জনগণ!              
রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এরমধ্যে রয়েছে জার্মানিও। এখন জার্মানির কাছে অত্যাধুনিক লিওপার্ড-২ ট্যাংক চাচ্ছে কিয়েভ। তবে তাদের এ ট্যাংক দেওয়ার বিরুদ্ধে মত দিয়েছেন বেশিরভাগ জার্মান।

ইউক্রেনকে লিওপার্ড ট্যাংক দেওয়া নিয়ে একটি জরিপ চালায় দেশটির বার্তাসংস্থা ডিপিএ। এ জরিপে অংশ নেন ২ হাজার ৭৫ জন।

জরিপটি পরিচালনাকারী সংস্থা ইউগোভ জানিয়েছে, প্রায় ৪৫ শতাংশ মানুষ বলেছেন, তারা চান না ইউক্রেনকে এ ট্যাংক দেওয়া হোক। লিওপার্ড-২ ট্যাংককে জার্মানির সামরিক প্রযুক্তির আইকন হিসেবে ধরা হয়।

জরিপে অংশ নেওয়া মাত্র ৩৩ শতাংশ ইউক্রেনকে লিওপার্ড ট্যাংক দেওয়ার পক্ষে মত দিয়েছে। আর বাকি ২২ শতাংশ সরাসরি হ্যাঁ বা না বলেননি।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ অবশ্য আগে থেকেই ইউক্রেনকে এ ট্যাংক দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কেউ এখনো এ ধরনের অস্ত্র দেয়নি। এছাড়া জার্মানরা জানিয়েছেন, এ ট্যাংক ব্যবহারে ইউক্রেনীয় ট্যাংক সেনাদের আগে অনেক প্রশিক্ষণ নিতে হবে।

সূত্র: এমএসএন নিউজ

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –