• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার বিরুদ্ধে জার্মান জনগণ!

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার বিরুদ্ধে জার্মান জনগণ!              
রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এরমধ্যে রয়েছে জার্মানিও। এখন জার্মানির কাছে অত্যাধুনিক লিওপার্ড-২ ট্যাংক চাচ্ছে কিয়েভ। তবে তাদের এ ট্যাংক দেওয়ার বিরুদ্ধে মত দিয়েছেন বেশিরভাগ জার্মান।

ইউক্রেনকে লিওপার্ড ট্যাংক দেওয়া নিয়ে একটি জরিপ চালায় দেশটির বার্তাসংস্থা ডিপিএ। এ জরিপে অংশ নেন ২ হাজার ৭৫ জন।

জরিপটি পরিচালনাকারী সংস্থা ইউগোভ জানিয়েছে, প্রায় ৪৫ শতাংশ মানুষ বলেছেন, তারা চান না ইউক্রেনকে এ ট্যাংক দেওয়া হোক। লিওপার্ড-২ ট্যাংককে জার্মানির সামরিক প্রযুক্তির আইকন হিসেবে ধরা হয়।

জরিপে অংশ নেওয়া মাত্র ৩৩ শতাংশ ইউক্রেনকে লিওপার্ড ট্যাংক দেওয়ার পক্ষে মত দিয়েছে। আর বাকি ২২ শতাংশ সরাসরি হ্যাঁ বা না বলেননি।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ অবশ্য আগে থেকেই ইউক্রেনকে এ ট্যাংক দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কেউ এখনো এ ধরনের অস্ত্র দেয়নি। এছাড়া জার্মানরা জানিয়েছেন, এ ট্যাংক ব্যবহারে ইউক্রেনীয় ট্যাংক সেনাদের আগে অনেক প্রশিক্ষণ নিতে হবে।

সূত্র: এমএসএন নিউজ

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –