• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পূজোর পর রুক্ষ চুলের যত্নে  

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২  

পূজোর পর রুক্ষ চুলের যত্নে                         
দেবীকে বিসর্জন দিয়ে বাড়ি ফিরলেন বিষাদগ্রস্ত হয়ে। পরদিন খেয়াল করলেন নানা অত্যাচার, ধূলো, বালি, দূষণের অত্যাচারে চুলের বেহাল দশা। তাছাড়া পূজোর সাজের জন্য চুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রতিদিনের রুটিনের বাইরে এ কদিনে চুলের অনেক হ্যাপা পার হয়েছে। 

এ সময় চুলের রুক্ষতা দূর করতে কি করবেন? 

পূজোর পর চুলের রুক্ষতা দূর করার জন্যে নারকেলের তেলের মাস্ক সবচেয়ে উপকারী। কিন্তু কিভাবে ব্যবহার করবেন নারকেল তেলের মাস্ক? চলুন জেনে নেই।

নারকেল তেলের মাস্ক ব্যবহার করবেন যেভাবে

মাত্র ২ টেবিল চামচ গলে যাওয়া নারকেল তেল দিয়ে সাধারণ মাস্ক তৈরি করা যাবে। এক্ষেত্রে অপরিশোধিত ও জৈব নারকেল তেল ব্যবহার করতে হবে। পুরো পদ্ধতিটি এখানে দেখানো হলো: 

প্রথমে অল্প পানি স্প্রে করে চুল ভিজিয়ে নিতে হবে।

ভেজা চুলে সমানভাবে তেল ম্যাসাজ করুন। খেয়াল রাখতে হবে চুল ভাগ করে প্রতিটি অংশে ভালোভাবে তেল লাগাতে হবে।

চুলের সবচেয়ে শুষ্ক অংশ, চুলের শেষ প্রান্ত ও মাথার ত্বকে কম তেল ব্যবহার করতে হবে।

তেল লাগানোর পর একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢাকুন। এভাবে তেল চারদিকে ছড়িয়ে পড়বে না।

২-৩ ঘণ্টা পর মাথা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারবেন। চাইলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

এভাবে কয়েকদিনে চুলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারবেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –