• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

১ টাকায় ভরপেট খাবার

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে মাত্র এক টাকায় একবেলা আহারের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দিনব্যাপী এ আয়োজনে ৫০০ লোকের খাওয়ার আয়োজন করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামে এ আহারের আয়োজন করা হয়।

এক টাকায় ভরপেট খাবার খেয়ে সত্তোরোর্ধ্ব জরিনা বেওয়া বলেন, এক টাকায় আজ মন ভরে খেতে পারলাম। আমার বয়সে এমন করে কখনো খেতে পারিনি। ভাত মাছ মাংসসহ ১২ প্রকারের খাবার ছিল। খেয়ে খুব শান্তি পেলাম।

খেতে আসা রমিজুল ইসলাম বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের জন্য গত মাসে ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজারের আয়োজন করেছিল। আজ এক টাকায় বিভিন্ন রকমের খাবারের স্বাদ পেলাম। বাইরে হোটেলে এগুলো খেতে ২৫০ থেকে ৩০০ টাকা লাগতো। এখানে এক টাকায় খেতে পারলাম।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের হেড অফ কমিউনিকেশন সালমান খান ইয়াসির বলেন, কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় হজরত আয়েশা (রা:) এতিমখানা নির্মাণ করা হয়েছে। এ এতিম খানায় শতাধিক মেয়ে বিনামূল্যে থাকতে পারবে। গরিব অসহায় পরিবারগুলো যাতে একটু পুষ্টিযুক্ত খাবার খেতে পায় সেজন্য এ খাবারের আয়োজন করা হয়। এছাড়া টাকা দিয়ে কিনে মানুষ যে আনন্দ পায় সেটা ত্রাণ দিলে পায় না। সেজন্য স্বল্প মূল্যে তারা যেন কেনাকাটার আনন্দ উপলব্ধি করার পাশাপাশি এক টাকায় একবেলা আহারের ব্যবস্থা করা হলো। সপ্তাহে দুইদিন একবেলা আহারের আয়োজন হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –