• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হঠাৎ কাটা গাছে মানুষ আকৃতির ছবি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

কাটা গাছে মানুষ আকৃতির ছবি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাছে মানুষের ছবি দেখতে ভিড় জমান উৎসুক জনতা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে পটুয়াখালীর দুমকিতে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে। ওই গাছটির মালিক উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঙ্গাশিয়া এলাকার বাসিন্দা আবদুল হাই সওদাগর।

স্থানীয়রা জানায়, গাছ ব্যবসায়ী সুলতান মল্লিকের কাছে একটি রেইনট্রিগাছ বিক্রি করেন আবদুল হাই সওদাগর। পরে বুধবার বিকেলে লোকজন নিয়ে সুলতান মল্লিক গাছটি কেটে ফেলেন। এর মধ্যে গাছটির গোড়ায় দেখা যায়  মানুষ আকৃতির ছবি। পরে বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। 

গাছের মালিক আবদুল হাই সওদাগর জানান, গাছটি কাটার পর হঠাৎ মানুষের আকৃতির মতো ছবি দেখা যায়। তবে বিষয়টি আসলে কী তা একমাত্র আল্লাহই ভালো জানেন। 

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, বিষয়টি মানুষের মুখে শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা যাবে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –