• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

৩০ বাড়িতে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো গ্রাম

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে দুজন নিহতের ঘটনায় ৩০ বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো গ্রাম। এমনকি বাড়িতে কোনো পুরুষও নেই।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের জোহরা বেগম বলেন, দুই যুবকের মরদেহ দাফন করার পর এলাকার বেশকিছু ছেলে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে আসে। একপর্যায়ে পেট্রল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়িতে থাকা গরু-ছাগলসহ অন্যান্য জিনিস লুটও করে নিয়ে গেছে তারা।

জরিনা বেগম বলেন, আমার স্বামী মসজিদের মুয়াজ্জিন। বাড়ির সবকিছু পুড়ে গেছে। একটি লাল গরু, দুটি ছাগল লুট করে নিয়ে গেছে। রাতে থাকবো কোথায় জানি না।

ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনজিল হক বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কতটি ঘর পুড়ে গেছে এখনই তা বলা যাচ্ছে না। সংখ্যাটি একটু বেশি হতে পারে।

জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বুধবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হন। আহত হন আরো চারজন। পৌর শহরের খোদাদপুর চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –