• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রংপুরে ১০ বিএনপি নেতা কারাগারে

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

রংপুরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ ১০ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বেলা ১২টার দিকে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক শহিদুল ইসলাম।

কারাগারে পাঠানো নেতারা হলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক আকিপুল ইসলাম মনু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রানা, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ার শাহাদত, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রোমান হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোকচেনুল আরেফিন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুনতাসির মামুন মুন্না, পীরগাছা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, ফজলু ও জুনায়েদ।

আদালতের পরিদর্শক ফারুক খলিলি বলেন, একটি মামলায় উচ্চ আদালতে জামিনে ছিলেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ ১০ নেতা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার জেলা জজ আদালতে জামিন চেয়ে হাজিরা দেন তারা। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –